কক্সবাজার আদালতে মাদক মামলার আসামির মৃত্যু
কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হামিদ হোসেন (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
গতকাল (১৪ জুলাই) বেলা সোয়া একটার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ তে হাজির অবস্থায় তিনি মারা যান।
হামিদ হোসেন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার রূপকানিয়া এলাকার মৃত শিব্বির আহমদের ছেলে। তিনি প্রায় দুই বছর দুই মাস ধরে মাদক মামলায় কক্সবাজার জেলা কারাগারে বন্দি ছিলেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজার জেল পুলিশ সুপার মো. বজলুর রশিদ আখন্দ জানান, ধার্য তারিখ অনুযায়ী আসামি হামিদ হোসেনকে আদালতে পাঠানো হয়। আদালতেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Comments