অমানবিক কষ্টে লালমনিরহাটের বানভাসিরা
প্রবল বর্ষণ আর উজানের পানিতে লালমনিরহাটে প্রধান দুই নদী তিস্তা ও ধরলার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনে বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় বর্তমানে জেলার ২১টি ইউনিয়নের ৮০টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ বানভাসি হয়ে অমানবিক জীবন যাপন করছেন। রান্নার চুলা ও নলকূপগুলো ডুবে যাওয়ায় খাবার ও বিশুদ্ধ পানীয় জলের চরম সঙ্কটে রয়েছেন তারা। এদিকে প্রশাসনের পক্ষে শুকনো খাবার ও ত্রাণ সহযোগিতা বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল।
Comments