দেশের উন্নয়নের জন্য সরকারি কর্মকর্তাদের সুবিধা দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
সরকার দেশের উন্নয়নের স্বার্থে সরকারি চাকরিজীবীদের সব ধরনের সুবিধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করছি মাত্র একটি কারণে, দেশের উন্নয়নের জন্য।”
আজ (১৫ জুলাই) রাজধানীর ইস্কাটন গার্ডেনে মন্ত্রী, সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-১ কর্মকর্তাদের জন্য নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর বিভিন্ন এলাকায় এ সব ভবন নির্মাণ করেছে।
শেখ হাসিনা বলেন, “সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন সুবিধা বাড়িয়েছে সরকার।”
“ফ্লাট কিনতে আমরা তাদের জন্য ঋণের ব্যবস্থা করেছি, আমরা তাদের জন্য একটি ব্যবস্থা করেছি যাতে তারা গাড়ি কিনতে পারেন, আমরা তাদের জন্য সব দিক থেকে বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছি,” যোগ করেন তিনি।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও সচিব মো. শহীদ উল্লা খন্দকার অনুষ্ঠানে বক্তব্য দেন।
সাতটি প্রকল্পের আওতায় মন্ত্রী, সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-১ কর্মকর্তাদের জন্য ১ হাজার ৬৭১টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
Comments