এরশাদের মৃত্যুতে ড. ইউনূসের শোক
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি এরশাদের পরলোকগমনে আমি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।”
তিনি আরো বলেন, “গরীব মানুষের জন্য একটা ব্যাংক সৃষ্টি করার প্রস্তাব আমি তৎকালীন অর্থমন্ত্রীর মাধ্যমে তাঁর নিকট পেশ করি। অর্থমন্ত্রীর জোরালো সমর্থনে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন এবং আমার প্রস্তাব অনুসারে একটি আইন প্রণয়ন করে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন।”
“প্রেসিডেন্ট এরশাদ সেই সাহসী সিদ্ধান্ত না নিলে পৃথিবীর ইতিহাসে এই অনন্য ব্যাংকটির জন্ম হতো না” উল্লেখ করে তিনি আরো বলেন, “প্রেসিডেন্ট এরশাদ গ্রামীণ ব্যাংক নামক একটি অনন্য ব্যাংক তৈরি করার জন্য আইন তৈরি করে দিয়েছেন, এবং তাকে নিজস্ব শক্তিতে চলার জন্য তিনি সেই আইন সংশোধন করে দিয়ে গেছেন।”
“গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করার জন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ,” যোগ করেন ড. ইউনূস।
Comments