রাজউকের সাবেক চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী কেএম হারুন এবং সংস্থাটির বর্তমান দুই কর্মকর্তাকে আগামী ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রাজউকের সেই দুই কর্মকর্তা হলেন আওরঙ্গজেব সিদ্দিক নান্নু এবং মোহাম্মদ নজরুল ইসলাম।
রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতি সংক্রান্ত দুর্নীতি মামলায় তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো।
অভিযুক্ত তিনজনই আজ (১৬ জুলাই) জামিন লাভের আশায় উচ্চ আদালতে হাজির হলে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ এফআর টাওয়ারে আগুন লাগলে ২৫ জনের মৃত্যু হয় এবং আহত হন ৭০ জনের বেশি।
Comments