‘২৫ জুলাই থেকে মশা নিধন সপ্তাহ’
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রাদুর্ভাব এবং মশার বংশবৃদ্ধি ঠেকাতে আগামী ২৫ থেকে ৩১ জুলাই দেশব্যাপী মশক নিধন সপ্তাহ পালন করবে সরকার।
আজ (১৭ জুলাই) সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ডিসিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি জানান, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
পাঁচ দিনব্যাপী সম্মেলনের চতুর্থ দিনে মন্ত্রী বলেন, “বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএইচএস) তথ্যানুসারে, গত জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশে ৪ হাজার ২৪৭ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে তিন জন মারা গেছেন।
Comments