‘শ্রীলঙ্কার চেয়ে ব্যাটিং-বোলিং-অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ’

mosaddek hossain
ফাইল ছবি: এএফপি

বিশ্বকাপ অভিযান শেষ করার তিন সপ্তাহের মধ্যেই ফের মাঠে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপের পয়েন্ট তালিকায় টাইগারদের উপরে ছিল লঙ্কানরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে তাদের মাঠেই। সেখানে সাকিব আল হাসান আর লিটন দাসকেও পাচ্ছে না বাংলাদেশ। তবে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বেশ নির্ভার। তিনটি দিক বিবেচনা করে আসন্ন সফরে তিনি এগিয়ে রাখছেন বাংলাদেশকে।

শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড কথা বলছে টাইগারদের পক্ষে। ইংল্যান্ড বিশ্বকাপে দুদলের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তার আগে নিজেদের সবশেষ দেখায় গেল বছর এশিয়া কাপে ১৩৭ রানে জিতেছিল বাংলাদেশ। তবে কেবল পরিসংখ্যান নয়, দলীয় সামর্থ্য ও অভিজ্ঞতার বিচারে নিজেদেরকে ‘ফেভারিট’ মনে করছেন মোসাদ্দেক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদেরকে এই স্পিন অলরাউন্ডার জানান, ‘আপনারা দেখেন যে, বোলিং এবং ব্যাটিং ডিপার্টমেন্টের দিক থেকে আমরা অনেক ভালো অবস্থানে আছি। আর অভিজ্ঞতা হিসাব করতে গেলেও আমরা বেশ ভালো অবস্থানে আছি। তাই আমি মনে করি, এই দিকগুলোর কারণে অন্যান্য দলগুলোর চেয়ে আমরা এগিয়ে থাকি সবসময়। বর্তমানে বিশ্বে যে দলগুলো আছে তাদের চেয়ে আমরা অভিজ্ঞতার দিক থেকে ভালো অবস্থানে আছি।’

ছুটিতে থাকা সাকিব-লিটনের পরিবর্তে বাংলাদেশ দলে ফিরেছেন এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। লঙ্কানদের বিপক্ষে তারা ভালো কিছু করবেন, এমন প্রত্যাশা মোসাদ্দেকের, ‘সাকিব ভাই নেই, লিটনও নেই দলে। তাদের জায়গায় যারা বদলি হিসেবে এসেছে, আপনি হিসাব করে দেখেন, তারাও কিন্তু পারফর্মার। ওরা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছে। এছাড়া আপনি যদি আন্তর্জাতিক ম্যাচ না খেলেন, তাহলে বুঝবেন কী করে যে ভালো করছেন। আন্তর্জাতিক ম্যাচ খেললেই আপনি বুঝতে পারবেন। এখন তারা সুযোগ পেয়েছে। বিজয় এখন খুব ভালো ব্যাটিং করছে। লাস্ট একটা সেঞ্চুরি করেছে। তাইজুল ভাই প্রতিদিনই উইকেট নিচ্ছেন। তারা যখন আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, তখন আসলে বুঝতে পারা যায় যে কী অবস্থায় আছে। তবে আমি মনে করি, দল হিসেবে আমরা বেশ ভারসাম্যপূর্ণ।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার উদ্দেশে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে বুধবার থেকে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানে। শ্রীলঙ্কায় পৌঁছে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ ও ৩১ জুলাই বাকি দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Three more advisers sworn in

The new advisers are Mahfuj Alam, special assistant to the chief adviser, renowned filmmaker Mostofa Sarwar Farooki, and Sk Bashir Uddin, managing director of AkijBashir Group

52m ago