ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ব্যাগে মিলল শিশুর মাথা

নেত্রকোনায় ব্যাগে করে এক শিশুর ছিন্ন মাথা নিয়ে পালানোর সময় এক যুবককে (২৮) পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের নিউটাউন পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, শিশুর কাটা মাথাসহ অজ্ঞাত ওই যুবক হরিজন পল্লীতে মদপান করতে যায়। বিষয়টি প্রথমে হরিজনদের দৃষ্টিগোচর হলে তাকে ধাওয়া করে ধরে ফেলে স্থানীয়রা। এসময় তাদের গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল হাসান, উপ-পরিদর্শক (এসআই) আওয়াল সরদার, শাখাওয়াত হোসেন, আলমগীর হোসাইনসহ মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।

নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী জানান, গলাকাটা শিশুটির নাম সজিব মিয়া (৮)।  সে পৌর শহরের কাটলী এলাকার রিকশাচালক রইছ মিয়ার ছেলে। তারা ওই এলাকায় হিরা মিয়ার ভাড়া বাসায় থাকতো।

শিশুর কাটা মাথা ও যুবকের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Tarique Rahman on interim government

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

9h ago