হুমায়ুন সমীপে…
বাংলাভাষার জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে টেলিভিশনে প্রচারিত হবে বিভিন্ন অনুষ্ঠান। সেসব থেকে নির্বাচিত কয়েকটি অনুষ্ঠান নিয়ে এই আয়োজন…
হুমায়ুন সমীপে
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (১৯ জুলাই), রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘হুমায়ূন সমীপে’। শৌর্য দীপ্ত সূর্য’র রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, নাজিয়া হক অর্ষা, শিল্পী সরকার অপু, আহসান কবির প্রমুখ।
‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্য, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে সাধারণের কাছে হয়ে উঠেছেন অনন্য। আজ বেলা ১২টা ০৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে শাওন-এর উপস্থাপনায় ‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করা হয়েছে।
চ্যানেল আইয়ের হুমায়ূন আহমেদ স্মরণে
হুমায়ূন আহমেদ স্মরণে আজ চ্যানেল আই-এর পুরো অনুষ্ঠানমালায়ই থাকবে বিভিন্ন অনুষ্ঠান। সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’ দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের বিভিন্ন গান পরিবেশন করা হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হয় বিশেষ তৃতীয় মাত্রা। দুপুর ১২টা ৩৫ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে বিশেষ ব্যক্তিদের অংশগ্রহণে তারকাকথনের বিশেষ পর্ব।
Comments