ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কুলাউড়া রেল স্টেশনের কাছে ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আজ (১৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার মহিবুর রহমানের বরাত দিয়ে আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়া রেল স্টেশনে ঢোকার আগে এর দুটি চাকা লাইনচ্যুত হয়।
এসময় ট্রেন থেকে ভয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলেও জানান স্টেশন মাস্টার।
দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিলো।
Comments