শ্রীলঙ্কা সফরে সাকিবের না থাকাটা ‘বিগ লস’: মাশরাফি

mashrafe
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন আসন্ন শ্রীলঙ্কা সফরের দলে সাকিব আল হাসানের অনুপস্থিতিকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছিলেন কয়েকদিন আগে। সেই সুরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও জানালেন, ছুটিতে থাকা বিশ্বসেরা অলরাউন্ডারকে না পাওয়াটা তাদের জন্য ‘বিগ লস’।

আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ জুলাই। সে লক্ষ্যে দেশ ছাড়ার আগের দিন (১৯ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সাকিব বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার। সম্ভবত সেরা পারফর্মারও সে ছিল। সাকিব না থাকলে তিনটা দিকই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) চিন্তা করতে হয়। এটা “বিগ লস”।’

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে ৬০৬ রান ও ১১ উইকেট নেওয়া বাঁহাতি তারকার অনুপস্থিতি নিয়ে তিনি যোগ করেন, ‘সাকিব না থাকলে কোনো না কোনো দিক দিয়ে দলের সমস্যা হয়। এটা বলার প্রয়োজন হয় না সবসময়, বলার অপেক্ষাও রাখে না। যখন সে থাকে না, যখন সে চোটে ছিল- সবসময় আমাদের সংগ্রাম করতে হয়। এখন তার যে পারফরম্যান্স, তার যে ফর্ম আছে- এই সময়ে দল তার অভাবটা অনুভব করবে। বিশেষ করে, কঠিন সময়ে দল তার সেরা খেলোয়াড়কে চায়।’

বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়ানো সাকিব ফিল্ডিংয়েও দলের বাকিদের চেয়ে বেশ এগিয়ে ছিলেন। তার ঘাটতি পূরণ করাটা কত কঠিন তা ক্রিকেটপ্রেমী মাত্রই অনুধাবন করতে পারেন। তবে যেহেতু তিনি নেই, তাই লঙ্কানদের বিপক্ষে বাড়তি দায়িত্ব নিতে হবে সবাইকে, এমনটাই মনে করেন মাশরাফি, ‘যারা আছে তাদের ওপরও আস্থা রাখতে হবে। আশা করি, তারাও তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে গোটা বিশ্বকাপে খেলে গেছেন মাশরাফি। পারেননি প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে। বিশ্বকাপ অভিযান শেষ করে ফেরার পর বেশ কিছুদিন পেয়েছেন বিশ্রাম। এরপর যোগ দিয়েছেন প্রস্তুতি ক্যাম্পে। ঝালাই করে নিয়েছেন ফিটনেস। নিজের শারীরিক অবস্থা নিয়ে জানান, ‘দুদিন অনুশীলন করেছি। আশা করছি, সব ঠিকঠাক আছে।’

Comments

The Daily Star  | English

BNP's Ishraque Hossain declared Dhaka South mayor in amended gazette

The gazette cancelled the previous announcement made by the EC that had declared Awami League's candidate Sheikh Fazle Noor Taposh as the elected mayor

Now