প্রয়োজনে গুলি করবেন: ইসি রফিকুল

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘কাঞ্চন পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীদের সহযোগীতা প্রয়োজন। নির্বাচনের দিন যদি কেউ সন্ত্রাস মূলক তৎপরতার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে দমন করা হবে। কেউ ঝামেলার সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি চালানোর নিদের্শ দিতে দ্বিধাবোধ করবেন না। প্রয়োজনে গুলি করবেন।
নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘কাঞ্চন পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীদের সহযোগীতা প্রয়োজন। নির্বাচনের দিন যদি কেউ সন্ত্রাস মূলক তৎপরতার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে দমন করা হবে। কেউ ঝামেলার সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি চালানোর নিদের্শ দিতে দ্বিধাবোধ করবেন না। প্রয়োজনে গুলি করবেন।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে কাঞ্চন পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২৫ জুলাই এই পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, কোন প্রার্থীর পক্ষে তাদের নিয়োজিত লোকজন যদি ভোটারদের ভয়ভীতি দেখায় এবং এ বিষয়ে ভোটাররা আইনশৃংখলা বাহিনীর কাছে অভিযোগ দেন তাহলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ, জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম প্রমুখ।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

9h ago