ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ২৯ জুলাই থেকে
ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকিট পাওয়া যাবে ৫ আগস্ট থেকে।
আজ (২৩ জুলাই) রেল ভবনে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান, অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
তিনি জানান, রাজধানীর পাঁচটি স্থান- কমলাপুর, এয়ারপোর্ট, বনানী ও তেজগাঁও রেলওয়ে স্টেশন এবং ফুলবাড়িয়া থেকে টিকিটগুলো বিক্রি করা হবে।
মন্ত্রী জানান, উল্লেখিত কাউন্টারগুলোতে আগামী ৭ আগস্টের টিকিট ২৯ জুলাই, ৮ আগস্টের ৩০ জুলাই, ৯ আগস্টের ৩১ জুলাই, ১০ আগস্টের ১ আগস্ট এবং ১১ আগস্টের টিকিট ২ আগস্ট পাওয়া যাবে।
অপরদিকে ফিরতি পথের জন্য আগামী ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট পাওয়া যাবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে এবং একজন যাত্রী সর্বোচ্চ চার জনের টিকিট ক্রয় করতে পারবেন বলে জানান মন্ত্রী।
তিনি আরও জানান, এবার ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে।
Comments