ট্রাম্পের দাবি, ভারতের অস্বীকার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
Trump and Modi
ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি থেকে নেওয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

সে সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারতের প্রধানমন্ত্রীও আমাকে মধ্যস্থতা করার জন্যে অনুরোধ করেছেন।”

এই মন্তব্যের পরপরই হইচই পরে যায় ভারতে। কারণ ভারত কখনই কাশ্মীর ইস্যুতে তৃতীয় কোনো পক্ষের উপস্থিতি মেনে নেয় না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদি কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে কোনোরকম সহায়তা প্রত্যাশা করেননি।

গতকাল (২২ জুলাই) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৈঠক করেন। এ সময় ইমরান খানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও উপস্থিত ছিলেন।

ইমরান খানের সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, “পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।”

ট্রাম্প আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের বিষয়ে সাহায্যের জন্য আমাকে অনুরোধ করেছেন। যদি ভারত ও পাকিস্তান চায়, তাহলে যুক্তরাষ্ট্র এ বিষয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত।”

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

1h ago