তিন নম্বরে নিজেকে সাকিবের বিকল্প ভাবছেন না মিঠুন
বিশ্রামে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দল পাচ্ছে না সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে। তিন নম্বরে নেমে বিশ্বকাপে অভাবনীয় সাফল্য এনেছেন সাকিব। তিনি নেই, বিয়ের ছুটিতে থাকায় নেই লিটন দাসও। তিন নম্বরে তাই সুযোগ পাচ্ছেন মোহাম্মদ মিঠুন। প্রস্তুতি ম্যাচে দারুণ এক ইনিংস খেলে দলকে স্বস্তি দিয়েছেন তিনি। কিন্তু সাকিবের বিকল্প? অতটা নিজেও ভাবছেন না তিনি।
মঙ্গলবার কলম্বোয় প্রস্তুতি ম্যাচে তিনে নেমে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ১০০ বলে ৯১ রান করেন মিঠুন। বাংলাদেশের জয়ে রাখেন সবচেয়ে বড় ভূমিকা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও যে তিনি এই পজিশনেই ব্যাট করবেন তা অনেকটা নিশ্চিত। সাকিবের জায়গায় ব্যাট করার দায়িত্বটুকুর ভার জানেন। তাই আগে থেকেই রয়েসয়ে আগাতে চান ডানহাতি এই ব্যাটসম্যান, ‘ওভাবে চিন্তা করি নাই যে সাকিব ভাইয়ের জায়গায় ব্যাট করছি। উনি যেহেতু নেই, কাউকে না কাউকে তো ওখানে ব্যাট করতে হবে। আর ওপরে যারা ব্যাট করে, তাদের দায়িত্ব লম্বা ইনিংস খেলার, সে চেষ্টাই করেছি।’
গত বছর এশিয়া কাপের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ দলে থিতু হন মিঠুন। নিউজিল্যান্ড সফরে দারুণ খেলে নিশ্চিত করেন বিশ্বকাপে জায়গা। কিন্তু বিশ্বকাপে গিয়ে আর থই পাননি। প্রথম তিন ম্যাচে নেমে (২১, ২৬, ০) ব্যর্থ হলে আর সুযোগ মেলেনি। নিজের যেমন প্রত্যাশা পূরণ হয়নি, দল হিসেবেও বাংলাদেশ অর্জন করতে পারেনি প্রাথমিক লক্ষ্য। কিন্তু ওই বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে আর পড়ে থাকতে রাজি নন মিঠুন। সব ঝেড়ে শ্রীলঙ্কায় নতুন শুরুর প্রত্যয় তার, ‘বিশ্বকাপে যে ফল, যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি। বিশ্বকাপের ফল নিয়ে আপনারা যতটা উদ্বিগ্ন আমরা তার চেয়ে বেশি উদ্বিগ্ন। কারণ, আমরা খেলেছি। দায়ভার অবশ্যই আমাদের নিতে হবে। নিজেকে প্রস্তুত করেছি নতুন সিরিজের জন্য। ওটা ভুলে যদি নতুন করে শুরু করতে না পারি মনে হয় ওই ফল ফিরে আসার আশঙ্কা বেশি। ওটা ভুলে শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ ধরে ধরে মনোযোগ দিতে পারলে আশা করি সফল হতে পারব।’
২৬ জুলাই কলম্বোয় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
Comments