বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বান্দরবানের লামা উপজেলায় গতকাল রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার বরাতে আমাদের বান্দরবান সংবাদদাতা জানান, নিহতের নাম মো. আলমগীর শিকদার (৪৫)। তিনি উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
ওসি জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সরই ইউনিয়নে অবস্থিত নিজের বাগানবাড়ি থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন আলমগীর। পথে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের ভাই মো. দস্তগীর শিকদার লামা থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইতিমধ্যে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. আলী বলে জানিয়েছেন ওসি।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
Comments