ম্যারাডোনার সফল অস্ত্রোপচার

maradona
ছবি: এএফপি

বিশ্বকাপজয়ী কিংবদন্তি সাবেক আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ডান হাঁটুতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ক্লিনিকে বুধবার (২৪ জুলাই) ফুটবল ঈশ্বর খ্যাত তারকার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। নিশ্চিত করেছেন তার আইনজীবী মাতিয়াস মোরলা।

শারীরিক অসুস্থতার কারণে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদোসের কোচের পদ থেকে গেল মাসে পদত্যাগ করেন ম্যারাডোনা। সেখানে মাত্র নয় মাস দায়িত্বে ছিলেন তিনি। গেল বছর সেপ্টেম্বরে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি।

মোরলা জানিয়েছেন, অসুস্থতার কারণে ম্যারডোনার কাঁধ ও হাঁটুতে অস্ত্রোপচার করার প্রয়োজন ছিল, যা সফলভাবে করা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে মোরলা লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে।’

এর আগে ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ম্যারডোনার ডান কাঁধে অস্ত্রোপচার করা হয়েছিল। তখন তিনি দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব ফুজাইরাহতে কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Comments

The Daily Star  | English

Trump says won't kill Iran's Khamenei 'for now' as Israel presses campaign

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

1h ago