বাড্ডায় গণপিটুনির ঘটনায় আরো ৫ জন গ্রেপ্তার
রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে এক নারীর মৃত্যুর ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল (২৮), আসাদুল (২২) এবং রাজু (২৩)।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে আজ (২৫ জুলাই) বলেন, গত রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, এ পর্যন্ত বাড্ডায় গণপিটুনির ঘটনায় মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই তাসলিমা বেগম রেণু (৪০) নামের এক নারী উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার সন্তানের ভর্তি প্রক্রিয়া জানতে এসে গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
নিহত রেণুর ভাগ্নে নাসির উদ্দিন টিটো বাড্ডা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করা হয়।
Comments