ধোনি প্রসঙ্গে ইউ-টার্ন নিলেন যুবরাজের বাবা

dhoni
ছবি: এএফপি

সুযোগ পেলেই ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নানা ভাবে ধুয়ে দেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। এবার তিনিই বললেন উল্টো কথা। এখনই ধোনির অবসরের পক্ষে নন তিনি। তার মতে দেশকে আরও অনেক কিছুই দেওয়ার আছে ধোনির। এমনকি নিজেকে ধোনির সমর্থকও দাবী করেন তিনি।

সম্প্রতি নিউজ ২৪ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, 'কোন সন্দেহ নেই সে দেশের জন্য অনেক কিছু করেছে। সে কিংবদন্তী একজন খেলোয়াড়। সত্যি বলতে কি আমি ধোনির একজন ভক্ত। সে যেভাবে ক্রিকেট খেলে, যেভাবে দলকে নেতৃত্ব দেয়, যে ধরণের সিদ্ধান্ত সে নেয়, তা অবশ্যই খুব ভালো।'

অথচ খুব বেশি দিন আগেও নয়, সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও ধোনিকে এক হাত নিয়েছিলেন যোগরাজ। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হারের দায় সম্পূর্ণ এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকেই দিয়েছিলেন তিনি। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে আম্বাতি রাইডুর অবসরের পরও বলেছিলেন, 'রাইডু, কোনো দ্বিধা ছাড়াই ফিরে আসো। অবসর থেকে ফিরে দেখিয়ে দাও তুমি কতটা যোগ্য। ধোনির মতো লোকজন সারা জীবন খেলবে না। তার মতো নোংরা খেলোয়াড়কে সারা জীবন কেউ মনেও রাখবে না।'

মূলত ভারত দল থেকে যুবরাজ সিংয়ের বাদ পড়ার দায় ধোনিকেই বরাবর দিয়ে আসছেন যোগরাজ। শুধু তাই নয়, তার দাবি, ভিভিএস লক্ষ্মণ থেকে শুরু করে গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগের মতো খেলোয়াড়ও ধোনির নোংরা রাজনীতির শিকার। অবশ্য মাঝে ২০১৭ সালের দিকে অবশ্য ধোনিকে ক্ষমাও করে দিয়েছিলেন তিনি। কিন্তু ফের আবার তোপ দাগান। এবার তো পুরো ইউ-টার্ন দিলেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago