প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’ ক্লাবে কারা এলেন, কারা গেলেন

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ফের রোমাঞ্চ-উন্মাদনা-বিস্ময়ে মজে যাওয়ার পালা আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের ভক্তদের। আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এই ফুটবল লিগ। নতুন (২০১৯-২০) মৌসুম মাঠে গড়ানোর আগে এখন খেলোয়াড় বেচা-কেনায় ব্যস্ত ক্লাবগুলো। লিগ শুরু হওয়ার আগের দিন পর্যন্ত চলবে দলবদল।
epl
(বাঁ থেকে) অ্যারন ওয়ান-বিসাকা, রদ্রি, টাঙ্গায় এনডম্বেলে। ফাইল ছবি

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ফের রোমাঞ্চ-উন্মাদনা-বিস্ময়ে মজে যাওয়ার পালা আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের ভক্তদের। আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এই ফুটবল লিগ। নতুন (২০১৯-২০) মৌসুম মাঠে গড়ানোর আগে এখন খেলোয়াড় বেচা-কেনায় ব্যস্ত ক্লাবগুলো। লিগ শুরু হওয়ার আগের দিন পর্যন্ত চলবে দলবদল।

১৯৯২-৯৩ মৌসুম থেকে নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে একসময় ছিল চার দলের মধ্যে সীমাবদ্ধ। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল ও লিভারপুলকে ডাকা হতো ‘বিগ ফোর’ নামে। গেল দশকে তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি নাম- ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। ফলে 'বিগ ফোর' রূপান্তরিত হয়েছে ‘বিগ সিক্স’-এ।

নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে নিজেদেরকে ঢেলে সাজাচ্ছে বড় ছয় ক্লাবই। শক্তি বাড়াতে নামি-দামি ফুটবলারদের দলে নিচ্ছে তারা। গেল মৌসুমের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় ছেড়ে দিচ্ছেও অনেককে। অনেক তারকাই আবার নতুন কোনো অর্জনের আশায় পাড়ি জমাচ্ছেন আরও বড় ঠিকানায়।

আর্সেনাল

এলেন:

গ্যাব্রিয়েল মার্তিনেলি (ইতুয়ানো), ৬ মিলিয়ন পাউন্ড

উইলিয়াম সালিবা (সেন্ট এতিয়েন), ২৭ মিলিয়ন পাউন্ড

দানি সেবায়োস (রিয়াল মাদ্রিদ), ধার

গেলেন:

অ্যারন রামসে (জুভেন্টাস), ফ্রি ট্রান্সফার

ডেভিড ওসপিনা (নাপোলি), ৩.১ মিলিয়ন পাউন্ড

ড্যানি ওয়েলবেক (রিলিজ)

চেলসি

এলেন:

মাতেও কোভাচিচ (রিয়াল মাদ্রিদ), ৪০ মিলিয়ন পাউন্ড

গেলেন:

গ্যারি কাহিল (রিলিজ)

এডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ), ৮৮.৫ মিলিয়ন পাউন্ড

ওলা আইনা (তোরিনো), ৮.৭ মিলিয়ন পাউন্ড

টমাস কালাস (ব্রিস্টল সিটি), ৮ মিলিয়ন পাউন্ড

আলভারো মোরাতা (অ্যাতলেটিকো মাদ্রিদ), ৫০ মিলিয়ন পাউন্ড

লিভারপুল

এলেন:

সেপ ভ্যান ডেন বার্গ (জোলে), অপ্রকাশিত

গেলেন:

আলবার্তো মোরেনো (ভিয়ারিয়াল), ফ্রি ট্রান্সফার

ড্যানিয়েল স্টারিজ (রিলিজ)

ড্যানি ইংস (সাউদাম্পটন), ২০ মিলিয়ন পাউন্ড

ম্যানচেস্টার সিটি

এলেন:

অ্যাঞ্জেলিনো (আইন্দহোভেন), ৫.৩ মিলিয়ন পাউন্ড

রদ্রি (অ্যাতলেটিকো মাদ্রিদ), ৬২.৮ মিলিয়ন পাউন্ড

জ্যাক স্টেফান (কলম্বাস ক্রু), ৭ মিলিয়ন পাউন্ড

গেলেন:

ভিনসেন্ট কোম্পানি (অ্যান্ডারলেখট), ফ্রি ট্রান্সফার

পাবলো মারি (ফ্ল্যামেঙ্গো), ১.৫ মিলিয়ন পাউন্ড

ফাবিয়ান ডেলফ (এভারটন), ৮.৫ মিলিয়ন পাউন্ড

ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ১৬.৮ মিলিয়ন পাউন্ড

ম্যানচেস্টার ইউনাইটেড

এলেন:

ড্যানিয়েল জেমস (সোয়ানসি সিটি), ১৫ মিলিয়ন পাউন্ড

অ্যারন ওয়ান-বিসাকা (ক্রিস্টাল প্যালেস), ৫০ মিলিয়ন পাউন্ড

গেলেন:

অ্যান্ডার হেরেরা (প্যারিস সেন্ট জার্মেই), ফ্রি ট্রান্সফার

অ্যান্টনিও ভ্যালেন্সিয়া (এলডিইউ কুইটো), ফ্রি ট্রান্সফার

টটেনহ্যাম হটস্পার

এলেন:

কিয়ন এতেতে (নটিংহ্যাম কাউন্টি), অপ্রকাশিত

জ্যাক ক্লার্ক (লিডস ইউনাইটেড), ১০ মিলিয়ন পাউন্ড

টাঙ্গায় এনডম্বেলে (অলিম্পিক লিওঁ), ৫৫ মিলিয়ন পাউন্ড

গেলেন:

মিশেল ভর্ম (রিলিজ)

কিয়েরান ট্রিপিয়ার (অ্যাতলেটিকো মাদ্রিদ), ২০ মিলিয়ন পাউন্ড

ভিনসেন্ট জ্যানসেন (মন্টেরেই), ৫.৬ মিলিয়ন পাউন্ড

(২৬ জুলাই, ২০১৯ পর্যন্ত)

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

47m ago