টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন আমির

পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই বাঁহাতি পেসার।
amir
মোহাম্মদ আমির। ছবি: এএফপি

পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই বাঁহাতি পেসার।

নিজ দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে লাল বলের (টেস্ট) ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন আমির। ক্যারিয়ারের আগামী বছরগুলোতে সাদা বলের (সীমিত ওভারের) ক্রিকেটের প্রতি মনোযোগী হতে চান তিনি।

বিবৃতিতে আমির বলেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ এবং ঐতিহ্যবাহী সংস্করণে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা সম্মানের ব্যাপার। আমি দীর্ঘ সংস্করণের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন আমি সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে পারি।’

তিনি যোগ করেন, ‘পাকিস্তানের হয়ে খেলাটা এখনও আমার চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য। আর আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপসহ দলের আসন্ন চ্যালেঞ্জগুলোতে অবদান রাখার জন্য শারীরিকভাবে যেন সেরা অবস্থানে থাকতে পারি, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

২০০৯ সালে টেস্ট অভিষেক হয়েছিল আমিরের। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি তিনি খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে। জোহানেসবার্গে তার দলের প্রতিপক্ষ ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

৩৬ টেস্টে ৩০.৪৭ গড়ে ১১৯ উইকেট নিয়েছেন আমির। ইনিংসে ৪ উইকেট পেয়েছেন ছয়বার, ৫ উইকেট শিকার করেছেন চারবার। তবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাতে পারেননি কখনও। তার ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স ৪৪ রানে ৬ উইকেট।

২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন আমির। নিষিদ্ধ হয়েছিলেন ৫ বছরের জন্য। বয়স কম থাকায় তাকে যেতে হয়েছিল সংশোধন কেন্দ্রেও। শাস্তির মেয়াদ শেষে ২০১৬ সালের জুলাইতে ফের টেস্ট ক্রিকেটে ফেরেন তিনি।

স্পট ফিক্সিংয়ের আগ পর্যন্ত ১৪ টেস্টে ২৯.০৯ গড়ে ৫১ উইকেট নিয়েছিলেন আমির। ফেরার পর ২২ টেস্টে ৩১.৫১ গড়ে তার উইকেটসংখ্যা ৬৮টি। গেল দেড় বছরে টেস্টে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ২০১৮ সালের শুরু থেকে ৬ ম্যাচ খেলে মাত্র ২১ গড়ে ২৪ উইকেট শিকার করেন আমির।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now