মিন্নির মা-বাবা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে: রিফাতের বাবা

বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ড নিয়ে তার বাবা আবদুল হালিম দুলাল শরীফ অভিযোগ করে বলেছেন যে, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির মা–বাবা এই হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।
rifat
নিহত রিফাত শরীফ। ছবি: সংগৃহীত

বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ড নিয়ে তার বাবা আবদুল হালিম দুলাল শরীফ অভিযোগ করে বলেছেন যে, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির মা–বাবা এই হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।

এ জন্য তিনি মিন্নির মা–বাবাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আজ (২৬ জুলাই) দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দুলাল শরীফ দাবি করেছেন, ভিন্ন খাতে প্রবাহের জন্যই মিন্নির মা-বাবা মামলাটিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অথবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের দাবি তুলেছেন।

আজ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দুলাল শরীফ বলেন, “পুলিশ যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে রিফাত শরীফ হত্যার ‘মাস্টারমাইন্ড’ আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত ১৬ জন আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার ও প্রত্যেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।”

সংবাদ সম্মেলনে দুলাল শরীফ আরও বলেছেন, “যদিও মামলাটির কার্যক্রম নিরপেক্ষভাবে এগিয়ে যাচ্ছিলো, তারপরও আসামি পক্ষের কেউ কেউ কুচক্রী মহলের ইন্ধনে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

পুলিশের তদন্তে সন্তুষ্ট রয়েছেন জানিয়ে দুলাল শরীফ বলেন, “মামলাটির তদন্তভার পিবিআই বা সিআইডিতে হস্তান্তরের দাবি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে।”

এর আগে, গত ২৪ জুলাই এক সংবাদ সম্মেলনে আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজ্জামেল হক এই মামলার নিরপেক্ষ তদন্তভার জেলা পুলিশের পরিবর্তে পিবিআইতে হস্তান্তরের দাবি করেন।

Comments

The Daily Star  | English

LPG tanker in Chattogram still burning after 13 hours

9-member probe body formed by Chittagong Port Authority

4h ago