ঢাকায় ‘জঙ্গি সম্পৃক্ততায়’ একই পরিবারের ৫ জন আটক

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একই পরিবারের দুজন নারীসহ পাঁচজনকে আটকের দাবি করেছে পুলিশ।
drive
২৭ জুলাই ২০১৯, মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার বাসায় অভিযান চালায় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। ছবি: স্টার

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একই পরিবারের দুজন নারীসহ পাঁচজনকে আটকের দাবি করেছে পুলিশ।

এরা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া  ও আহম্মদ আল। নারী দুজনের নাম এখনও জানা যায়নি।

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার এসপি মো. মাহিদুজ্জামান জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রূপনগর আবাসিক এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করতে বাধ্য হয়। সন্দেহভাজন জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হয়। একজন সন্দেহভাজন জঙ্গি (জাকারিয়া) গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

বাসা হতে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago