সাকিবদের সঙ্গে কাজ করতে ‘ভীষণ আগ্রহ’ নিয়ে অপেক্ষায় ভেট্টোরি
বাঁহাতি স্পিনারদের ইতিহাসে অন্যতম কিংবদন্তি হিসেবে আসবে ড্যানিয়েল ভেট্টরির নাম। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড অনেক সাফল্যয় ভেসে তার স্পিনের জোরে। ক্রিকেট ছাড়ার পর কোচিং বেছে নিয়েও সেখানেও নাম কুড়িয়েছেন তিনি। প্রবল প্রতিপক্ষ হয়ে এক সময় বাংলাদেশকে ভোগানো এই স্পিনারকে এবার নিজেদের ড্রেসিং রুমে পাচ্ছেন সাকিব আল হাসানরা। ভেট্টোরিও জানিয়েছেন, সাকিবদের মতো স্পিনারদের সঙ্গে কাজ করতে কতটা আগ্রহী তিনি।
শনিবার বোর্ড সভা শেষে বাংলাদেশের নতুন স্পিন কোচের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান নাজমুল হাসান। আগামী ভারত সফরের আগে সুনিল যোশির স্থলাভিষিক্ত হচ্ছেন ভেট্টোরি। তখন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন তাকে পাবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে যাওয়া ভেট্টোরির প্রতিক্রিয়া বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বিসিবির সঙ্গে কথা পাকা হওয়ার পর সাবেক এই কিউই স্পিনার জানিয়েছেন, ‘উন্নতির প্রক্রিয়ায় থাকা এই দলে আছে অভিজ্ঞ আর সম্ভাবনাময় স্পিনার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামসহ আরও যারা তরুণ আছে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। ভীষণ আগ্রহ নিয়ে তাদের সঙ্গে কাজ করার অপেক্ষা করছি।’
‘ঐতিহ্যগতভাবেই স্পিন বোলিং বাংলাদেশের শক্তির জায়গা। একজন সাবেক স্পিনার ও কোচ হিসেবে সব ফরম্যাটে আধুনিক যুগের স্পিন নিয়ে আমা অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই। মাথা খাটিয়ে সিদ্ধান্ত নিতে বোলারদের সাহায্য করতে চাই, দক্ষতা আর প্রতিভা বাড়াতে সাহায্য করতে চাই।’
চলতি বছরের নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। তার আগে এসে কাজে যোগ দেবেন ভেট্টোরি। আগামী বছরের নভেম্বর পর্যন্ত মোট ১০০ দিন তিনি সময় দেবেন সাকিব, মিরাজদের।
Comments