ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী একটি ট্রেন আজ লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা গেন্ডারিয়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ ছিল।

রোববার সকাল সাড়ে ৮টায় গেন্ডারিয়ার দয়াগঞ্জ ব্রিজের আগে ওই ঘটনা ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার যাত্রীবাহী ট্রেন (ট্রেন-২১১) দয়াগঞ্জ ব্রিজের আগে একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ট্রেনেরও তেমন ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ঘটনার পর ঢাকা থেকে উদ্ধারকারীরা গিয়ে লাইন মেরামত করেন। ধারণা করা যাচ্ছে, রেল লাইন ক্ষতিগ্রস্থ অবস্থায় থাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

গেন্ডারিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, এক ঘণ্টার মধ্যে ট্রেনের লাইনচ্যুত কোচটিকে তুলে আনা হয়। তবে লাইন মেরামতের জন্য বেলা ১১টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা ১২টা থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

54m ago