ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (২৯ জুলাই) সকাল ছয়টা থেকে অনলাইনে এবং সকাল নয়টা থেকে কাউন্টারের মাধ্যমে আগামী ৭ আগস্টের টিকিট বিক্রি শুরু হয়।
রাজধানীর কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া পুরাতন রেলভবন থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক দ্য ডেইলি স্টারকে জানান, কমলাপুর স্টেশনের নয়টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে নারীদের জন্য একটি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে।
আগাম টিকিট বিক্রির প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে এখন পর্যন্ত তেমন ভিড় নেই বলেও জানিয়েছেন তিনি।
আগামীকাল ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।
Comments