ভারতে অবৈধ প্রবেশের দায়ে ১৭ বাংলাদেশি আটক
বৈধ কোনো কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ এবং অবস্থানের দায়ে দেশটির উত্তর প্রদেশের মথুরা জেলার এক গ্রাম থেকে ১৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
মথুরার উপ-পুলিশ সুপার জগদীশ কালীরমনের বরাত দিয়ে আমাদের নয়াদিল্লী সংবাদদাতা জানান, অবৈধ অভিবাসী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের মধ্যে গত শনিবার মথুরার আকবরপুর গ্রাম থেকে এদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন শিশু, পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।
জগদীশ কালীরমন জানান, ভারতে প্রবেশের জন্য ভ্রমণ সংক্রান্ত বৈধ কাগজপত্র এবং কোনো পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয়।
এই ১৭ বাংলাদেশিকে আদালতে তোলা হলে তাদের বিচারিক হাজত রিমান্ডে পাঠানো হয় বলেও জানিয়েছেন তিনি।
Comments