পা হারানো রাসেলকে দ্বিতীয় দফায় ৫ লাখ টাকা দিলো গ্রিন লাইন
বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে দ্বিতীয় দফায় পাঁচ লাখ টাকার চেক দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ।
আজ (২৯ জুলাই) হাইকোর্টে রাসেলের হাতে ওই চেক তুলে দেন গ্রিন লাইনের আইনজীবী এডভোকেট পলাশ চন্দ্র রায়।
আজ এ বিষয়ের শুনানিকালে রাসেলকে ক্ষতিপূরণের বাকি ৪০ লাখ টাকা পূর্বের আদেশ অনুযায়ী পরিশোধ করতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আগামী ৫ আগস্টের মধ্যে মাসিক কিস্তির পরবর্তী পাঁচ লাখ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও, আগামী ১৭ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি।
রাসেলের পা হারানোর পর গত বছরের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সাবেক সাংসদ আইনজীবী উম্মে কুলসুম হাইকোর্টে রিট করেন।
Comments