বরিশালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই রোগীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আজ (৩০ জুলাই) তাদের মৃত্যু হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের বরাত দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আসলাম খানকে (২৮) অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে গতরাত সোয়া তিনটার দিকে মারা যান তিনি।
ডা. বাকির হোসেন আরও জানান, পিরোজপুরের কাউখালী এলাকার সোহেল (১৮) নামের আরেক ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে গতরাত একটা ২০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত তিনটা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি।
Comments