উপযুক্ত প্রমাণ নেই, ধর্ষণ মামলা থেকে মুক্তি
কদিন আগেই ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এবার মুক্তি মিলেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও। তদন্তের পর উপযুক্ত প্রমাণ না পাওয়ায় মামলা বন্ধ করে দিয়েছেন স্থানীয় পুলিশ। সংবাদ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সাও পাওলোর এটর্নি জেনারেল।
নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ব্রাজিলিয়ান মডেল নাজিলা ত্রিনদাদে। তার অভিযোগ প্যারিসের একটি হোটেলে তাকে ধর্ষণ করেছেন নেইমার। সাও পাওলো পুলিশের কাছে এ অভিযোগ করেন তিনি। যদিও শুরু থেকেই বিষয়টি অস্বীকার করেছেন নেইমার। এ নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি। নেইমারের বাবার দাবি ছিল ঘটনাটি সাজানো এবং ব্ল্যাকমেলের চেষ্টাতেই এমন অভিযোগ তোলা হয়েছে। সে নারীর সম্মতিতেই তার সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন নেইমার।
তবে স্থানীয় টেলিভিশন প্রোগ্রামে নাজিলা বলেছিলেন, গত ১৫ মে আনুমানিক রাত ৮টা ২০ মিনিটে প্যারিসের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন নেইমার। মাতাল হয়ে হোটেলে তার উপর আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন। তার প্রমাণ স্বরূপ একটি ভিডিও ফুটেজসহ একটি ভয়েস ক্লিপ দিয়ে নিজেদের মধ্যে সম্পর্কের গভীরতা প্রমাণ করারও চেষ্টা করেন।
কোপা আমেরিকার ঠিক আগে নেইমারের বিপক্ষে অভিযোগ করেন সে নারী। যদিও ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় সে আসর থেকে ছিটকে যান এ ব্রাজিলিয়ান। সুস্থ হয়ে দিন দশেক আগে পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। তাই গত সপ্তাহে ডিজিটাল যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করেন সাও পাওলো পুলিশ।
তবে নেতিবাচক সংবাদে অবশ্য প্রায়ই উঠছেন নেইমার। ফ্রেঞ্চ কাপের ফাইনালে হেরে যাওয়ার পর এক সমর্থককে দিয়ে নিষিদ্ধ হয়েছেন তিনি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে সামাজিক মাধ্যমে রেফারির উপর তোপ দাগিয়েও নিষিদ্ধ হয়েছেন। এছাড়া শৃঙ্খলাহীন জীবন কাটানোর শাস্তি হিসেবে ব্রাজিলের নেতৃত্বভার হারিয়েছেন বলে সংবাদ প্রকাশ পেয়েছে ব্রাজিলে।
Comments