ঢাকায় ডেঙ্গু জ্বরে পুলিশের এসআইয়ের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক পুলিশ কর্মকর্তা।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, মৃতের নাম কোহিনুর আক্তার। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
সোহেল রানা আরও জানান, গত কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন কোহিনুর। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় গত রাত তিনটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ (৩১ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে সারাদেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা অন্তত ৪১ জনে দাঁড়িয়েছে।
Comments