ফের হারল রিয়াল, অডি কাপের ফাইনালে টটেনহ্যাম
২০১৯-২০ মৌসুম পূর্ববর্তী সময়টা একবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। চার ম্যাচ খেলে তৃতীয় হারের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে এবারের হারটা তাদেরকে ছিটকে দিয়েছে অডি কাপের সেমিফাইনাল থেকে।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার (৩০ জুলাই) রাতে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে টটেনহ্যাম। গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ স্পার্সের হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।
গোল হজমের দায়টা রিয়ালে যোগ দেওয়া নতুন তারকা এডেন হ্যাজার্ড ও ডিফেন্ডার মার্সেলোর। মাঝমাঠের একটু নিচে বেলজিয়াম উইঙ্গার হ্যাজার্ডের বাড়ানো পাসটা মাপা ছিল না। বল টাচলাইন পার হওয়ার আগেই ব্যাক পাস করেন মার্সেলো। কিন্তু সেখানে গড়বড় হয়ে যায়। বল পেয়ে যান কেন। ডি-বক্সে ঢুকে ডান পাশ থেকে কোণাকুণি শটে রিয়ালের গোলরক্ষক ডেভিড ওসপিনাকে পরাস্ত করেন তিনি।
প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণশীল হয়ে পড়ে টটেনহ্যাম। স্কোরলাইন ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলে তারা। তাতেই আসে সফলতা। রিয়ালকে বিদায় করে তারা পা রাখে অডি কাপের ফাইনালে।
অন্য সেমিতে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ ৬-১ গোলে বিধ্বস্ত করেছে তুরস্কের ক্লাব ফেনারবাচেকে। বুধবার (৩১ জুলাই) শিরোপার লড়াইয়ে বাভারিয়ানরা মোকাবেলা করবে টটেনহ্যামকে। একই রাতে ফেনারবাচের মুখোমুখি হবে রিয়াল।
এর আগে প্রাক-মৌসুম প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্নের কাছে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর আর্সেনালকে টাইব্রেকারে হারালেও স্বদেশী ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলে উড়ে গিয়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা।
Comments