আফগানিস্তানে বাসে বোমা হামলায় নিহত ২৮

taliban bomb
ছবি: বাসস

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আজ (৩১ জুলাই) ভোররাতে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে একটি বাসের অনেক যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটির যাত্রীদের বেশীর ভাগই নারী ও শিশু। সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে।

যাত্রীবাহী বাসটি কান্দাহার-হেরাত মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তায় তালেবানদের পুতে রাখা বোমার আঘাতে বিস্ফোরিত হয়। এতে অন্তত ২৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন, ফারাহ প্রদেশের মুখপাত্র মহিবুল্লাহ মুহিব এএফপিকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “তারা সবাই বেসামরিক নাগরিক। তবে তাদের বেশিরভাগই নারী ও শিশু।”

ফারাহ গভর্নরের মুখপাত্র ফারুক বারাকজাই বিষয়টি নিশ্চিত করে বলেন, “মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

তালেবানদের পক্ষ থেকে এ বোমা হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago