তিতাসের পরিবারকে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
একজন যুগ্ম সচিবের অপেক্ষায় ঘাটে ফেরি আটকে রাখার কারণে মাঝনদীতে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনা তদন্ত করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রুলসহ আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অতিরিক্ত সচিবের নিচে নন, এমন পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তদন্ত করে তা তিন সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলেছে। জনপ্রশাসন সচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ আগস্ট পরবর্তী শুনানির দিন রেখেছেন আদালত।
সেই সঙ্গে, তিতাসের পরিবারকে কেন তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।
এসময় আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমত্রী ছাড়া আর কেউ ভিভিআইপি নয় এবং তাদের চলাচলের জন্য নিরাপত্তার ব্যাপারটি জড়িত থাকে। যারা সরকারি চাকরি করেন তারা প্রজাতন্ত্রের কর্মচারী।
গত বৃহস্পতিবার রাতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এ ঘটনার দুই দিন পর বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে তিতাসের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়।
আরও পড়ুন: যুগ্ম সচিবের জন্য ফেরির অপেক্ষা কাল হয় তিতাসের জন্য
আরও পড়ুন: উচ্চপদের কর্মকর্তার তদন্ত করবেন ১ জন সম ও ৭ জন নিম্নপদের কর্মকর্তা!
Comments