এমন অভিযোগ কি গুরুত্বের সঙ্গে নেবে বিসিবি?
মাঠকর্মীদের নিয়ে আফগানিস্তান ‘এ’ দলের অধিনায়কের করা অভিযোগ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গুরুত্বের সঙ্গে নেবে? নাকি ঘরোয়া ক্রিকেটের অনেক অভিযোগের মতো এটিও হারিয়ে যাবে ধোঁয়াশায়। বিসিবি কোন পথে হাঁটবে তা অবশ্য থেকে গেছে অস্পষ্ট।
গত মঙ্গলবার সিরিজ খেলে বাংলাদেশ থেকে যাওয়ার আগে দ্য ডেইলি স্টারের কাছে গুরুতর অভিযোগ করে যান আফগান দলটির অধিনায়ক নাসির জামাল। (বিস্তারিত - ‘মাঠকর্মীরা ম্যাচটা ধ্বংস করে দেয়’)
গত শনিবার বাংলাদেশ ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলের মধ্যকার ম্যাচটা বৃষ্টির জন্য পণ্ড হলেও নাসিরের অভিযোগ ছিল মাঠকর্মীদের ইচ্ছাকৃত গাফলতিতে সেদিন হয়নি খেলা।
সেদিন ম্যাচ রেফারির কাছেও লিখিত অভিযোগ দিয়ে গেছেন বলে জানিয়েছিলেন। গুরুতর এই অভিযোগ কীভাবে দেখছে বিসিবি? প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘তারা যদিও আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি তবু বিষয়টি আমরা অভ্যন্তরিনভাবে খতিয়ে দেখব।’
সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য মনে করেন, বিষয়টি সুরাহা করতে গঠন করা উচিত তদন্ত কমিটি, ‘কি হয়েছিল না জেনে মন্তব্য করা কঠিন, কিন্তু বিদেশী দলের কাছ থেকে এই ধরণের অভিযোগ আসা তো দুর্ভাগ্যজনক। আমার মনে হয় বিসিবি তদন্ত কমিটি তৈরি করতে পারে, খতিয়ে দেখতে পারে কি হয়েছিল বা কি হয়নি। যদি এমন কিছুর সত্যতা পাওয়া যায় তাহলে যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা উচিত।’
বোর্ডের কাছে লিখিত অভিযোগ না জানালেও ম্যাচ রেফারির অভিযোগ ধরেই বিষয়টি গুরুতর হিসেবে আগাতে পারে বলে মত তার, ‘ম্যাচ রেফারি তো বিসিবিরই প্রতিনিধি। যদি ম্যাচ রেফারির কাছে অভিযোগ করে থাকে তাহলে তো আসলে বোর্ডের কাছেই অভিযোগ করে গেছে।’
Comments