অসহায় আত্মসমর্থন তামিমের

কখনো হতাশায় দিয়েছেন মাথায় হাত, কখনো দু’চোখ বন্ধ করে সয়েছেন ব্যর্থতার ছবি। শ্রীলঙ্কা সফর জুড়েই টিভি পর্দায় ভেসে এসেছে তামিম ইকবালের এমন ছবি। নিজে রান পাননি অধিনায়কত্বের ভার তাই বিশাল বোঝা হয়েই ঠেকেছে তার। দল হোয়াইটওয়াশড হওয়ার পর আর অজুহাতের কোন পথও ছিল না। তামিম নিজের দায় নিয়ে দাঁড়াচ্ছেন তিক্ত পরিস্থিতির সামনে।
Tamim Iqbal
ছবি: স্টার

কখনো হতাশায় দিয়েছেন মাথায় হাত, কখনো দু’চোখ বন্ধ করে সয়েছেন ব্যর্থতার ছবি। শ্রীলঙ্কা সফর জুড়েই টিভি পর্দায় ভেসে এসেছে তামিম ইকবালের এমন ছবি। নিজে রান পাননি অধিনায়কত্বের ভার তাই বিশাল বোঝা হয়েই ঠেকেছে তার। দল হোয়াইটওয়াশড হওয়ার পর আর অজুহাতের কোন পথও ছিল না। তামিম নিজের দায় নিয়ে দাঁড়াচ্ছেন তিক্ত পরিস্থিতির সামনে।

বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে তামিমের দল হেরেছে আরও বড় ব্যবধান। আগের দুই ম্যাচ থেকে এদিন দলের অবস্থা আরও করুণ। শ্রীলঙ্কার করা ২৯৪ রানের জবাবে বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে ম্যাচ হেরেছে ১২২ রানের বিশাল ব্যবধানে।

ম্যাচ শেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলছেন দলের প্রয়োজনে দায়িত্ব নিতে পারেননি তারা, ‘প্রথম দিন থেকে আমি বলছি, গুরুত্বপূর্ণ হচ্ছে দায়িত্ব নেওয়া। আমি ১২ বছর ধরে খেলছি, অন্যরাও দীর্ঘদিন ধরে খেলছে। হতাশার ব্যাপার হলো, দলের প্রয়োজনের সময় আমরা দায়িত্ব নিতে পারিনি। এসব নিয়ে আমাদের ভাবতে হবে এবং ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে।’

বিশ্বকাপ ব্যর্থতার পর এই সিরিজে ব্যাটসম্যান তামিমের অবস্থা আরও শোচনীয়। তিন ম্যাচে ০, ১৯ ও ২। অর্থাৎ মাত্র ২১ রান করেছেন তিনি। সবচেয়ে পীড়াদায়ক ছিল শেষ দুই ম্যাচে তার আউটের ধরণও। নিজের হালহকিকত নিয়ে ওয়াকিবহাল বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক,  ‘বিশ্বকাপ থেকে শুরু করে এই সিরিজে, আমি নিজেকেই হতাশ করেছি। এমন নয় যে আমি চেষ্টা করিনি। সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়ত তারপরও ঘাটতি ছিল। ফিরে গিয়ে গভীরভাবে তলিয়ে দেখতে হবে। ঘাটতি নিয়ে কাজ করতে হবে।’

Comments

The Daily Star  | English

Bangladesh to get electricity from Nepal through India

In the first phase, Nepal will export 40 MW of hydroelectricity to Bangladesh via Indian territory, PTI reported from Kathmandu

1h ago