ফিফা বর্ষসেরার দৌড়ে মেসি-রোনালদো, নেইমার নেই
প্রত্যাশিতভাবেই ফিফার দ্য বেস্ট বা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন সময়ের সেরা দুই তারকা বার্সেলোনার লিওনেল মেসি ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জায়গা পাননি আরেক তারকা নেইমার।
বুধবার (৩১ জুলাই) বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা তাদের ওয়েবসাইটে ২০১৯ সালের দ্য বেস্ট ফিফা মেন'স প্লেয়ার পুরস্কারের জন্য মনোনীত দশ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।
২০১৮-১৯ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা ইংলিশ ক্লাব লিভারপুলের সর্বোচ্চ তিন ফুটবলার স্থান পেয়েছেন এই তালিকায়। তারা হলেন- সাদিও মানে, মোহামেদ সালাহ ও ভার্জিল ভ্যান ডাইক। সম্প্রতি চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড আছেন বর্ষসেরা হওয়ার দৌড়ে।
গেল মৌসুমে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা আয়াক্স আমস্টারডামের দুই ফুটবলার ফ্রাংকি ডি ইয়ং ও মাতাইস ডি লিট যথাক্রমে বার্সেলোনা ও জুভেন্টাসে যোগ দিয়েছেন। তারা জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।
চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হওয়া টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন ঠাই পেয়েছেন মনোনীতদের মধ্যে। তালিকা সম্পূর্ণ হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের কিলিয়ান এমবাপেকে দিয়ে।
মনোনয়নপ্রাপ্ত দশ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা:
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল, জুভেন্টাস)
ফ্রাংকি ডি ইয়ং (নেদারল্যান্ডস, আয়াক্স আমস্টারডাম/বার্সেলোনা)
মাতাইস ডি লিট (নেদারল্যান্ডস, আয়াক্স আমস্টারডাম/জুভেন্টাস)
এডেন হ্যাজার্ড (বেলজিয়াম, চেলসি/রিয়াল মাদ্রিদ)
হ্যারি কেন (ইংল্যান্ড, টটেনহ্যাম হটস্পার)
সাদিও মানে (সেনেগাল, লিভারপুল)
কিলিয়ান এমবাপে (ফ্রান্স, প্যারিস সেইন্ট জার্মেই)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা)
মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল)
ভার্জিল ভ্যান ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল)।
Comments