মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে

Manikganj dengue patients
মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ছবি: স্টার

মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ জন। গতকাল বিকেল থেকে আজ (২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত সাতজন রোগী জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতালে ৬১ জন এবং মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করেন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সকাল ১০টা পর্যন্ত জেলা হাসপাতালে ৩১ জন এবং মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নয়জন রোগী ভর্তি রয়েছেন।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, ডেঙ্গুর প্রকোপ প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন শত শত লোক ডেঙ্গু রোগ নির্ণয় করতে জেলা হাসপাতালে ভিড় করছেন।

নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা সৃষ্টি করতে মাইকিং, পরিচ্ছন্নতা অভিযান, সমাবেশের আয়োজন করছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, পৌরসভাসহ স্থানীয় প্রশাসন।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

7h ago