ইউরোপ ছেড়ে ব্রাজিলে ফিরলেন দানি আলভেস
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ গেল জুলাইতে শেষ হওয়ার পর ইউরোপের অন্য কোনো ক্লাবেই যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন দানি আলভেস। তবে শেষ পর্যন্ত তিনি নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন নিজ দেশ ব্রাজিলের ক্লাব সাও পাওলোকে।
বৃহস্পতিবার (১ আগস্ট) আলভেসের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে সাও পাওলো ক্লাব কর্তৃপক্ষ। ৩৬ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে তাদের চুক্তিটা হয়েছে তিন বছর মেয়াদী। আগামী ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেখানে তিনি থাকবেন। ছোটবেলা থেকেই সাও পাওলোর একনিষ্ঠ ভক্ত আলভেস। ক্লাবটির ১০ নম্বর জার্সি উঠবে তার গায়ে।
২০০২ সালে স্বদেশী ক্লাব বাহিয়া থেকে স্প্যানিশ ক্লাব সেভিয়াতে নাম লিখিয়েছিলেন আলভেস। এরপর বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো বড় বড় ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। সুনাম কুড়িয়েছেন ব্রাজিলের জার্সিতেও। তার নেতৃত্বেই ঘরের মাটিতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জিতেছে সেলেসাওরা। সবমিলিয়ে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রেকর্ড ৪০টি শিরোপা জিতেছেন তিনি।
ইউরোপে দীর্ঘ ১৭ বছর কাটানোর পর ফের ব্রাজিলে ফিরছেন আলভেস। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি যে কোনো জায়গাকে বেছে নিতে পারতাম। কিন্তু আমি ব্রাজিলে ফেরাটাকেই বেছে নিয়েছি। এটা অবিশ্বাস্য, কিন্তু আমি এখানে (সাও পাওলোতে)।’
Comments