শ্রোতারা আমার গানের সমালোচনা করুক: নোবেল
সারেগামাপার কল্যাণেই দুই বাংলায় এখন জনপ্রিয় নাম বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। যৌথভাবে তিনি তৃতীয় হয়েছেন এই প্রতিযোগিতায়। নোবেল সারেগামাপায় বিভিন্ন ধরনের গান গেয়ে বিচারকদের পাশাপাশি শ্রোতাদের মুগ্ধ করেছেন। আগামীতে তিনি শ্রোতাদের আরো হৃদয় ছুঁয়ে যাওয়ার আশা করেন। জীবনের অনেক না বলা কথা তিনি আলাপচারিতায় বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনকে।
ডেইলি স্টার অনলাইন: দুই বাংলায় সমান জনপ্রিয় হয়ে উঠেছেন। সারেগামাপায় আপনার যাত্রা সম্পর্কে বলেন?
নোবেল: আমার চাচাতো বোন একদিন হঠাৎ করে বলল জি বাংলায় একটা প্রতিযোগিতা হচ্ছে, ‘সারেগামাপা’ নামে। সেখানে আমাকে অডিশন দিতে বললো। চাচাতো বোনের কথা শুনে অডিশন দিতে গেলাম। তার পরের বিষয়টা তো সবাই জানেন।
স্টার অনলাইন: সারেগামাপার তিনজন বিচারক শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য ও মোনালী ঠাকুর এবং উপস্থাপক যিশু সেনগুপ্ত সম্পর্কে জানতে চাই।
নোবেল: শান্তনু মৈত্র একজন ভালো কম্পোজার। তিনি এখন পর্যন্ত যতোগুলো হিন্দি মুভিতে গান করেছেন, সবগুলো ভিন্ন ধরনের এবং অসাধারণ। এমন একজন গুণি মানুষের সঙ্গে থাকতে পেরেছি, তার মতামত জানতে পেরেছি- এটা অনেক বড় প্রাপ্তি। মোনালী ঠাকুর খুব ভালো শিল্পী। অনেক দারুণ তার কণ্ঠ। তার কাছ থেকে যখন কোনো প্রশংসা পাই তখন অনেক ভালো লাগে। শ্রীকান্ত আচার্য দাদার অনুপ্রেরণা আমার জন্য অনেক বেশি ভালো লাগার। যিশু দা আমার বন্ধুর মতো। খুবই অনুপ্রেরণা দিয়েছেন। ভালো ড্রামস বাজাতে পারেন। ভালো-মন্দ অনেক কিছু বোঝান আমাকে।
স্টার অনলাইন: প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন কি নোবেল নামেই আপনাকে সবাই চিনবেন?
নোবেল: আমার শ্রোতারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন এটা পাওয়া কারো পক্ষে সম্ভব না। বিজয়ী হওয়া কোনো বিষয় না।
স্টার অনলাইন: গান নিয়েই থাকতে চান?
নোবেল: আগেও গান নিয়ে ছিলাম, এখনো আছি, গান নিয়ে আগামীতেও থাকব।
স্টার অনলাইন: তাহলে একক শিল্পী না কী ব্যান্ড নিয়ে এগিয়ে যেতে চান?
নোবেল: একক শিল্পী হিসেবে কখনোই না, ব্যান্ড নিয়েই থাকতে চাই। এছাড়া দ্বৈত গানে কখনো দেখা যাবে না আমাকে। সবকিছু আমার ব্যান্ড নিয়েই করতে চাই।
স্টার অনলাইন: তাহলে বলা যায় ব্যান্ডই আপনার মূল ভাবনায় রয়েছে?
নোবেল: হ্যাঁ, আমি কখনো একক শিল্পী হিসেবে নিজেকে এগিয়ে নিতে চাই না। ব্যান্ডের সবাই মিলে কিছু একটা করতে চাই। যেমন এলআরবি, মাইলস, নগরবাউলের মতো কিছু একটা করতে চাই। আমি আমার মতো এগিয়ে যাবো। আরো চারজনকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাদের কারোরই জনপ্রিয় হওয়ার শখ নেই। আমরা ভালো সংগীত করতে চাই। ভালো গান করতে চাই।
স্টার অনলাইন: আগামী পরিকল্পনা সম্পর্কে কিছু বলুন?
নোবেল: আগামী কিছুদিনের মধ্যে সিঙ্গেল প্রকাশিত হবে। বড় একটা কিছু করবো। সবাই আমার নতুন একটা গানের জন্য অপেক্ষা করছে। আমি চাই আমার শ্রোতারা আমার গানের সমালোচনা করুক। ভালো-মন্দ দেখিয়ে দিক। তাহলে আগামীতে আরো ভালো কিছু করতে পারব।
Comments