মেসি নন, কোহলির চোখে রোনালদো সবচেয়ে সফল
ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, ফুটবল ক্যারিয়ারে সফলতার দিক থেকে প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির চেয়ে এগিয়ে এই পর্তুগিজ তারকা।
ফিফা ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি জানান, ফুটবলারদের মধ্যে রোনালদোকে তিনি সবার উপরে রাখেন। আর তার চোখে, জুভেন্টাস ফরোয়ার্ডই সবচেয়ে ‘কমপ্লিট’ (পরিপূর্ণ) খেলোয়াড়।
সময়ের দুই সেরা তারকা মেসি ও রোনালদোর মধ্যে কার ক্যারিয়ার সবচেয়ে সাফল্যমণ্ডিত এমন এক প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘রোনালদো। আমার মতে, তিনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়েছেন এবং সবগুলোতে সফলতা পেয়েছেন। আমার চোখে, তিনিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় এবং তার পরিশ্রমের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না। তিনি মানুষকে অনুপ্রেরণা জোগান। আমি মনে করি, খুব বেশি মানুষ এটা করতে পারে না। তিনি একজন নেতা এবং আমি তার এই বিষয়টা পছন্দ করি। ভীষণভাবে পছন্দ করি। তার আত্মবিশ্বাসটাও অসাধারণ পর্যায়ের।’
তিনি যোগ করেন, ‘আমার কাছে, ক্রিস্টিয়ানো রোনালদো সবার উপরে। তার নিবেদন এবং পরিশ্রমের কোনো তুলনা হয় না। তিনি সাফল্যের জন্য কতটা উদগ্রীব তা প্রতি ম্যাচেই দেখতে পাওয়া যায়।’
মেসি-রোনালদো যুগ শেষ হওয়ার পর ফ্রান্সের উদীয়মান তারকা কিলিয়ান এমবাপে ভবিষ্যতের সেরা তারকা হতে যাচ্ছেন, এমনটাই মনে করেন কোহলি, ‘আমার মতে, এমবাপে অসাধারণ। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ও যে গতিতে বল নিয়ে এগিয়ে গিয়েছিল তা ভোলার মতো না। ও একজন দানব (ইতিবাচকভাবে)। আর আমার মতে, ও অবশ্যই একদিন সবার উপরে পৌঁছাবে। ও বিশ্বমানের খেলোয়াড়।’
Comments