ভ্যান ডাইককে টপকে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার ম্যাগুইয়ার
ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে দলে নেওয়ার বিষয়ে তার বর্তমান ক্লাব লেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড।
সেন্টার ব্যাক ম্যাগুইয়ারের জন্য রেড ডেভিলদের খরচ করতে হবে ৮০ মিলিয়ন (আট কোটি) পাউন্ড। ফলে নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইককে টপকে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হতে যাচ্ছেন ২৬ বছর বয়সী তারকা।
গেল বছর জানুয়ারিতে ভ্যান ডাইকের জন্য আরেক ইংলিশ পরাশক্তি লিভারপুলকে গুনতে হয়েছিল ৭৫ (সাড়ে সাত কোটি) মিলিয়ন পাউন্ড। মাত্র দেড় বছরের মধ্যে সেই বিশ্ব রেকর্ড ভেঙে দিতে যাচ্ছেন ম্যাগুইয়ার।
ইংলিশ লিগের মধ্যম সারির দল লেস্টারের কোচ ব্রেন্ডন রজার্স জানান, ‘(চুক্তির অঙ্ক নিয়ে) দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছে। চুক্তি সম্পন্ন হতে এখনও কিছু কাজ বাকি আছে।’
মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য এ সপ্তাহের শেষে ইংলিশ লিগের সফলতম ক্লাব ম্যান ইউনাইটেডে যাবেন ম্যাগুইয়ার। এরপর সম্পন্ন হবে চুক্তি।
চলতি মৌসুমে তৃতীয় নতুন খেলোয়াড় হিসেবে ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন ম্যাগুইয়ার। তার আগে ক্লাবটিতে যোগ দিয়েছেন অ্যারন ওয়ান-বিসাকা ও ড্যানিয়েল জেমস।
২০১৭ সালে হাল সিটি থেকে লেস্টারে যোগ দিয়েছিলেন ম্যাগুইয়ার। ক্লাবটির হয়ে ৬৯টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে তিনি প্রথমবারের মতো খেলেন ২০১৭ সালের আগস্টে।
Comments