খুলনায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ (৪ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা ও স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
dengu graphics
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ (৪ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা ও স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- ইসমাইল সরদারের স্ত্রী মর্জিনা বেগম (৭০) এবং রূপসার খাজা ডাঙ্গা গ্রামের বাবুল শেখের ছেলে ও খাজদিয়া সরকারি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র মঞ্জুর শেখ (১৩)।

মর্জিনা এক সপ্তাহ আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ও আজ ভোরে মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতিম।

অন্যদিকে মঞ্জুর গতকাল রাত ১১টার দিকে বেসরকারি গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। আজ ভোট ছয়টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান।

উল্লেখ্য, এ বছর সারাদেশে মহামারি আকার ধারণ করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

খুলনায় গতকাল এক হাজার ৬৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

2h ago