চলতি মাসেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

ছোট পরিসরে হলেও চলতি মাসেই রোহিঙ্গাদের মাতৃভূমি রাখাইনে প্রত্যাবাসন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
fm
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ছোট পরিসরে হলেও চলতি মাসেই রোহিঙ্গাদের মাতৃভূমি রাখাইনে প্রত্যাবাসন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

গতকাল নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “আমি খুব ইতিবাচক… আশা করছি এ মাসেই (প্রত্যাবাসন) শুরু করতে পারবো।”

সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) সাইডলাইনে বিভিন্ন বৈঠক থেকে বিভিন্ন ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকের রেফারেন্স দিয়ে ড. মোমেন বলেন, “ভারত ও চীন উভয় দেশ মিয়ানমারের রাখাইনে ঘর-বাড়ি নির্মাণ করেছে, যেখানে রোহিঙ্গারা ফিরে গিয়ে থাকতে পারবে।”

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এটা অনেক ভালো সময় বলেও মনে করেছেন তারা।

রোহিঙ্গা দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে ভারতের সহযোগিতা চাওয়া হলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সহায়তা দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন বলে জানান ড. মোমেন।

Comments