বার্সেলোনায় যোগ দিলেন জুনিয়র ফিরপো
তরুণ লেফট-ব্যাক জুনিয়র ফিরপোর দলবদলের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও স্বদেশী ক্লাব রিয়াল বেতিস। ২২ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানতে প্রাথমিকভাবে বার্সাকে খরচ করতে হবে ১৮ মিলিয়ন (১ কোটি ৮০ লক্ষ) ইউরো।
রবিবার (৪ আগস্ট) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ফিরপোর চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। শর্ত অনুসারে, পরবর্তীতে আরও ১২ মিলিয়ন (১ কোটি ২০ লক্ষ) ইউরো গুণতে হতে পারে তাদেরকে। মূলত জর্দি আলবার ব্যাক-আপ হিসেবে তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
পাঁচ বছরের চুক্তিতে কাতালান শিবিরে যোগ দিচ্ছেন ডমিনিকান প্রজাতন্ত্রে জন্ম নেওয়া ফিরপো। তার সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ আগামী ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। উইঙ্গার ও সেন্টার-ব্যাক হিসেবেও খেলতে সক্ষম ফিরপোর বাই-আউট ক্লজ ধরা হয়েছে ২০০ মিলিয়ন (২০ কোটি) ইউরো।
ডমিনিকান প্রজাতন্ত্র থেকে ছয় বছর বয়সে স্পেনে চলে আসেন ফিরপো। স্প্যানিশ নাগরিকত্ব রয়েছে তার। দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত মোট ৪টি ম্যাচ খেলেছেন জুনিয়র নামে পরিচিত এই খেলোয়াড়। চলতি বছর জুনে জিতেছেন উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের শিরোপাও।
বেতিসের যুব দলে প্রতিভা ও সামর্থ্যের পরিচয় দিয়ে মূল দলের জার্সিতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে লা লিগায় অভিষেক হয় ফিরপোর। এরপর গেল মৌসুমে তাদের মূল একাদশের নিয়মিত মুখ ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছিলেন ২৯ ম্যাচ। নিজে গোল করেছিলেন তিনটি, গোলের জোগান দিয়েছিলেন পাঁচটি।
Comments