ইনজুরিতে মেসি
মৌসুম শুরু হতে আর অল্প কিছু দিন বাকি। তার আগে দুঃসংবাদ শুনতে হলো স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। ইনজুরিতে পড়েছেন দলের প্রাণভোমরা অধিনায়ক লিওনেল মেসি। ডান পায়ের কাফ স্ট্রেইনের কারণে এ সপ্তাহে দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারছেন না পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
গ্রীষ্মের ছুটি কাটিয়ে আজ সোমবারই (৫ আগস্ট) অনুশীলনে যোগ দিয়েছিলেন মেসি। ডান পায়ে কিছুটা চোট আগে থেকেই ভোগাচ্ছিল তাকে। যে কারণে আগের দিন আর্সেনালের বিপক্ষে গাম্পার ট্রফিতে খেলার কথা থাকলেও মাঠে নামেন তিনি। কিন্তু অস্বস্তিতে ভোগায় পুনরায় ডান পায়ের পরীক্ষা করা হয়। সেখানে গ্রেড ওয়ান মাত্রার চোট ধরা পড়ে।
সাধারণত এ ধরণের চোট থেকে সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগে। কিন্তু মেসি ঠিক কতো দিনের বিশ্রাম নিচ্ছেন তা আনুষ্ঠানিকভাবে জানায়নি বার্সেলোনা কর্তৃপক্ষ। তবে এ চোটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রতে যে তিনি যেতে পারছেন না, সেটা নিশ্চিত করেছে দলটি।
ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্রীষ্মকালীন ছুটি থেকে ফিরে সোমবার অনুশীলনে যোগ দেওয়া মেসিকে অনুশীলন সেশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ তিনি ডান পায়ে অস্বস্তি অনুভব করছিলেন।’
গত মৌসুমেরও অনেকটা সময় চোট নিয়েই খেলতে হয়েছিল মেসিকে। চলতি মৌসুমের শুরুতেই তার এমন চোট কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে ক্লাবটিকে।
যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। দুটি ম্যাচেই তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি। আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নামবে দলটি। এরপর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার। এর আগে আর্সেনালকে ২-১ গোলে গাম্পার ট্রফি অক্ষুণ্ণ রেখেছে কাতালানরা।
Comments