ডেঙ্গু পরীক্ষার কিট আমদানিতে শুল্ক-কর অব্যাহতি
ডেঙ্গু শনাক্তকরণ কিট, ডেঙ্গু রিএজেন্ট, প্লাটিলেট ও প্লাজমা পরীক্ষার প্রয়োজনীয় রাসায়নিক আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আগাম কর ও অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর বিভিন্ন হাসপাতালে রোগটির সনাক্তকরণ উপকরণের সকটের মধ্যে আজ এই সিদ্ধান্তের কথা জানাল এনবিআর।
আজ সোমবার এনবিআর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পাবেন আমদানিকারকেরা।
এনবিআর শর্ত দিয়েছে, এসব পণ্য কত আমদানি করা হবে, তা ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হতে হবে। এ ছাড়া আমদানি করা পণ্যগুলো মানসম্মত কি না ঔষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত তদারকি করবে।
Comments