কিশোর আন্দোলনের এক বছর: কতটুকু মানা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা?
এক বছর আগে ঢাকার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছিল স্কুল-কলেজের শিক্ষার্থীরা। টানা ১১ দিন ধরে চলা আন্দোলনে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিজেদেরকেই উদ্যোগ নিতে দেখা যায় তাদের। সেই সঙ্গে পোহাতে হয়েছে সরকারি দলের নেতা-কর্মীদের নির্যাতন ও পুলিশের লাঠিপেটা-টিয়ারগ্যাস। একপর্যায়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া হয় সড়ক ব্যাবস্থাপনার ১৭টি নির্দেশনা।
নিরাপদ সড়কের এই আন্দোলনের এক বছরে সেই নির্দেশনাগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে দেখুন এই ভিডিও প্রতিবেদনে।
Comments