ডেঙ্গু জ্বরে দিনাজপুর ও রংপুরে ২ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুর ও রংপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মোহাম্মদ খাইরুলের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আজ (৬ আগস্ট) ভোর পাঁচটার দিকে রবিউল ইসলাম (১৭) নামের এক ব্যক্তি মারা যান।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা রবিউল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
অপরদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আমাদের দিনাজপুর সংবাদদাতাকে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আ ব ম শহীদুজ্জমান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিয়ান্না নামের ওই শিশুটি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলো। তবে গত ৩ আগস্ট তাকে রংপুরে নিয়ে আসা হয়।
ওইদিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানিয়েছেন তিনি।
Comments