দেশে এসে ডেঙ্গুতে প্রাণ হারালেন ইতালি প্রবাসী নারী

dengu graphics
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

দীর্ঘদিন পর স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে।

হাফসা লিপি নামের ৩৪ বছর বয়সী ওই নারী গত চারদিন ধরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সেখানে আইসিইউতে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক জসিমউদ্দিন খান নিশ্চিত করেছেন।

জানা যায়, হাফসার স্বামী সরদার আব্দুল সাত্তার তরুন (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। দুই সন্তান অলি (১২) ও আয়ানকে (৬) নিয়ে সপ্তাহ তিনেক আগে ঢাকার কলাবাগানে উঠেছিলেন তারা।

সাত্তারের বড় বোন ডা. নুরুন্নাহার জানান, ঢাকায় আসার পরপরই জ্বরে পড়েন তার ভাই। পরে হাফসারও জ্বর হয়।

তিনি আরও জানান, গত ২৮ জুলাই পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লেও স্বামী অসুস্থ হয়ে বাসায় থাকায় স্বামীর সঙ্গে তিনি নিজেও বাসায় থাকার সিদ্ধান্ত নেন।

“কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করে ওর অবস্থা খারাপের দিকে গেলে আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। ওইদিনই ওকে আইসিইউতে নেওয়া হয়,” যোগ করেন নুরুন্নাহার।

এদিকে আজ সকালে হাফসার মরদেহ নিয়ে শরীয়তপুরে তার শ্বশুর বাড়ির উদ্দেশে রওয়ানা হন স্বজনরা।

শরীয়পুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে হাফসাকে দাফন করা হবে বলে জানান নুরুন্নাহার।

আরও পড়ুন:

ডেঙ্গু জ্বরে ঢাকা মেডিকেলে আরও ১ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে দিনাজপুর ও রংপুরে ২ জনের মৃত্যু

Comments

The Daily Star  | English

Three cases filed over Gopalganj violence, 147 arrested

The cases have been filed with Gopalganj Sadar, Kashiani, and Kotalipara police stations

52m ago